যুগযুগ ধরে স্বাক্ষী বহনকারী পদ্মা নদীর তীরে গড়ে উঠা চরভদ্রাসন উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চরঝাউকান্দা ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ চরঝাউকান্দা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল রেখে আসছে।।
ক) নাম – ২নং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৫৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৫৯৯৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী) ।
ভোটার সংখ্যা-২৭০০
ঘ) গ্রামের সংখ্যা – ১২টি
ঙ) মৌজা নং-১১
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ট্রলার/স্পৃটবোর্ড।
উপজেলা থেকে চরঝাউকান্দা - ১৫ কিমি পূর্বে।
জ) শিক্ষার হার – ৩০% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় - নেই,
উচ্চ বিদ্যালয়ঃ- নেই,
মাদ্রাসা - নেই।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব ফরহাদ হোসেন মৃধা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নেই।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঢ) গ্রাম সমূহের নাম –
১/ নুরু মাতুব্বর ডাংগী
২/ লতিফ মৃধার ডাংগী
৩/ঝাউকান্দা ডাংগী
৪/ ধুনাই মৃধার ডাংগী
৫/ হালিম ফকির ডাংগী
৬/ ফালু ফকির ডাংগী
৭/ মুন্সি ডাংগী
৮/ মনা মোল্যার ডাংগী
৯/ ছাহের মোল্যার ডাংগী
১০/শহর মোল্যার ডাংগী
১১/ রেজি চোকদার ডাংগী
১২/ চৌধুরি ডাংগী
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS